২২ অগ্রহায়ণ ১৪৩২ মঙ্গলবার ০৮ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২ মঙ্গলবার ০৮ ডিসেম্বর ২০২৫

ভারত-পাকিস্তান সীমান্তে অস্ত্র ও মাদকসহ আটক পাচারকারী

High News Digital Desk:

ভারত-পাকিস্তান সীমান্তের অমৃতসর ও ফাজিলকা সেক্টরে বিএসএফ তল্লাশি অভিযান চালিয়ে এক পাচারকারীকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে অস্ত্র ও মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে। পাঞ্জাব পুলিশের সহযোগিতায় বিএসএফ এই অভিযান পরিচালনা করে।

সোমবার বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, এই অভিযানে একজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং এক কেজি আফিম, ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। দুটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে|

এছাড়াও অমৃতসরের কালসিয়ান এবং রানিয়ান গ্রামের কাছে পৃথক একটি অভিযানে জওয়ানরা একটি পিস্তল, ম্যাগাজিন, ৫৬৯ গ্রাম হেরোইন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে। বিএসএফ আটক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

Scroll to Top