৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

দেহরাদূনে ব্যাপক বৃষ্টি; ফুঁসছে একাধিক নদী, প্লাবিত তপকেশ্বর মহাদেব মন্দির

High News Digital Desk:

মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত উত্তরাখণ্ডের দেহরাদূনে। ফুঁসছে তমসা, চন্দ্রভাগা-সহ একাধিক নদী। সোমবার রাত থেকে দেহরাদূনে প্রবল বৃষ্টিপাতের ফলে সহস্ত্রধারা নদীও ফুঁসছে। জলের স্রোতে ধ্বংসাবশেষ মূল বাজারে ঢুকে পড়েছে, যার ফলে হোটেল এবং দোকানগুলির ক্ষতি হয়েছে।

তমসা নদীও ফুঁসছে, ইতিমধ্যেই তপকেশ্বর মহাদেব মন্দির প্লাবিত হয়েছে। তপকেশ্বর মহাদেব শিবলিঙ্গ মন্দির চত্বরে ১-২ ফুট ধ্বংসাবশেষ জমেছে এবং মন্দির প্রাঙ্গণে অনেক ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, “মঙ্গলবার ভোর ৪:৪৫ নাগাদ, মন্দিরের গুহায় জল ঢুকে পড়ে। জল ‘শিবলিঙ্গের’ উপরে উঠে আসে, কোনওভাবে আমরা দড়ির সাহায্যে উপরে উঠে আসি।” জলের স্রোতে মন্দিরটির অনেক ক্ষতি হয়েছে। মন্দিরের পুরোহিত আচার্য বিপীন যোশী বলেন, “পুরো মন্দির প্রাঙ্গণ ডুবে গিয়েছে। মন্দিরের গর্ভগৃহ নিরাপদ। এখন পর্যন্ত কোনও মানুষের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

মঙ্গলবার সকাল থেকে ঋষিকেশের চন্দ্রভাগা নদীও উত্তাল, যার ফলে জল মহাসড়কে পৌঁছে গেছে। নদীতে আটকে পড়া তিনজনকে এসডিআরএফ টিম উদ্ধার করেছে, যদিও বেশ কয়েকটি যানবাহন এখনও জলে আটকে আছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করেছেন, “গত রাতে দেহরাদূনের সহস্ত্রধারায় প্রবল বৃষ্টিপাতের কারণে কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন, এসডিআরএফ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। আমি এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি”।

Scroll to Top