৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবেই, ভ্যাপসা গরমও কাটছে না মহানগরীতে

High News Digital Desk:

পূর্বাভাস রয়েছে; বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হচ্ছে। তবুও স্বস্তি নেই, উল্টে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে মহানগরী কলকাতায়। উত্তরবঙ্গে অবশ্য ভালোই বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ শহর ও শহরতলিতে, হালকা বৃষ্টিও হয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হতে পারে, তবে থামবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি প্রত্যাশিত।

Scroll to Top