২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

জুনিয়রে গুজরাটকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে জিতল বাংলা

High News Digital Desk:

হকিতে বাংলার জয়। শনিবার তামিলনাড়ুতে ১৫ তম হকি ইন্ডিয়া সাব – জুনিয়র পুরুষদের জাতীয় চ্যাম্পিয়নশিপ – ২০২৫ জিতেছে। সেই সুবাদে এই প্রতিযোগিতায় চতুর্থ ও পুলের শেষ ম্যাচ জিতে নিয়েছে বাংলা। গুজরাটের বিরুদ্ধে ৪ – ১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে বাংলার হকি খেলোয়াড়রা। বাংলার পক্ষে গোলদাতারা হল যথাক্রমে – ঋষভ রাই, অভিষেক শাহ ও মুন্না কুমার সিং। যদিও এদিনের খেলায় সেরা নির্বাচিত হয়েছেন শিবম রবিদাস। উল্লেখ্য, এই মুহূর্তে বাংলার সংগ্রহ ৯ পয়েন্ট। এদিনের খেলায় জেতার ফলে, পয়েন্টে ছত্তিশগড়ের সমান সমান হল বাংলা দল। তবে, পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ছত্তিশগড়। যদিও গোল এর তারতম্য রয়েছে।বাংলা, গুজরাট ও ছত্তিশগড় তিনটি দল এই প্রতিযোগিতায় তিনটি করে খেলায় জিতেছে ও একটি করে খেলায় পরাজিত।

Scroll to Top