৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ইরানে সারারাত আকাশপথে হামলা, শান্তি প্রস্তাব নিয়ে বৈঠকে নারাজ তেহরান

High News Digital Desk:

রবিবার রাতভর ইজরায়েলি হামলা চলেছে ইরানে। মৃতের সংখ্যা অন্তত ২৩০। ইজরায়েলেও ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। সোমবারও রয়েছে থমথমে ভাব। ইরানের অনড় অবস্থানের কারণে পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র হতে চলেছে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের।

টানা ৪দিন ধরে একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান-ইজরায়েল। সকাল থেকে শুরু করে রাত চলছে আক্রমণ। এহেন রক্তক্ষয়ী পরিস্থিতিতে ইরানের অস্ত্র উৎপাদনকারী ভবন এবং বিদেশমন্ত্রকের ভবনে হামলা চালিয়েছে ইজরায়েল। তার জেরে মৃত্যু হয়েছে ইরান রেভোলিউশনারি গার্ডের গোয়েন্দাপ্রধানেরও। তা সত্ত্বেও শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে নারাজ তেহরান।

ইজরায়েলের হামলার প্রত্যাঘাত সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত থামবে না ইরান। এমনটাই তারা জানিয়ে দিয়েছে দুই মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে। ইজরায়েল থেকে এখনও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ক্ষেপণাস্ত্রে ছেয়ে গিয়েছে দুই দেশের আকাশ। অনবরত বাজছে সাইরেন।

Scroll to Top