৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

স্প্যানিশ ফুটবল: শেষ মিনিটের গোলে অবিশ্বাস্য জয় পেল রিয়াল মাদ্রিদ, ফ্লিকের দলের অপেক্ষা একটু বাড়ল

High News Digital Desk:

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে লিগ ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ বার্সিলোনার বিরুদ্ধে।

শেষ মিনিটের গোলে অবিশ্বাস্য জয় পেয়ে রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের ক্ষীণ আশা বেঁচে রইল। আর এদিন জিততে পারলে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত বার্সিলোনার। কিন্তু হান্সি ফ্লিকের দলের অপেক্ষা একটু বাড়ল। বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জিতলেই শিরোপা পুনরুদ্ধার করবে কাতালান দলটি।

ম্যাচের একাদশ মিনিটে মার্তিন ভালিয়েন্ত মায়োর্কাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে চমৎকার গোলে সমতা ফেরান এমবাপে।

এই গোলে এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপের গোল হলো ২৮টি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০টি। এরপর পাঁচ মিনিট যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে দারুণ ভলিতে বল জালে পাঠান রামন। উল্লাসে ফেটে পড়ে গোটা বের্নাবেউ।

৩৬ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে বার্সিলোনা। আর

৩৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে মায়োর্কা।

Scroll to Top