৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

জম্মু ও কাশ্মীরের শান্ত রাত, অশান্তির ঘটনা ঘটেনি রাজস্থানেও

High News Digital Desk:

গোলাগুলির শব্দ থেমেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ-বিরতির পর ‘প্রথম শান্ত রাত’ কাটল জম্মু ও কাশ্মীরে। নতুন করে কোনও ধরনের ঘটনা ঘটেনি রাজস্থানেও। রবিবার রাতে নতুন করে আর কোনও ঘটনা ঘটেনি নিয়ন্ত্রণরেখা অথবা সীমান্তবর্তী এলাকায়। রবিবার রাতকে সাম্প্রতিক সময়ের ‘প্রথম শান্ত রাত’ বলেও উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সেনার তরফে সোমবার সকালে বলা হয়েছে, ‘‘জম্মু ও কাশ্মীর এবং আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া অন্যান্য এলাকায় মোটের উপর রাত ছিল শান্তিপূর্ণ। নতুন করে কোনও অশান্তি অথবা ঘটনার খবর পাওয়া যায়নি। গত কয়েক দিনের মধ্যে এটাই প্রথম শান্ত রাত।’’ জম্মু ও কাশ্মীরের আখনুর, পুঞ্চ ও রাজৌরিতে শান্তির পরিবেশ রয়েছে, শান্তি রয়েছে রাজস্থানের জয়সলমীরেও।

Scroll to Top