২২ অগ্রহায়ণ ১৪৩২ মঙ্গলবার ০৮ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২ মঙ্গলবার ০৮ ডিসেম্বর ২০২৫

উল্টোডাঙা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, সঙ্কটে আরও দু’জন

High News Digital Desk:

একই বাইকে ৪ জন, ছুটছিল দ্রুত গতিতে, আচমকাই দুর্ঘটনা! মৃত্যু হল দুই যুবকের, এছাড়াও আরও দু’জন আশঙ্কাজনক। বেপরোয়া গতিতে বাইক চালানোর পরিণতি যে কতটা ভয়বাহ হতে পারে, তা আবারও প্রমাণিত হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ইএম বাইপাসের দিক থেকে হেলমেট ছাড়াই বাইকে যাচ্ছিলেন চার যুবক। তাঁদের কারও মাথাতেই হেলমেট ছিল না।

পুলিশ জানিয়েছে, একটি গাড়ির সঙ্গে বেপরোয়া গতিতে রেষারেষি করতে করতে যাচ্ছিল বাইকটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনমুখী লেনের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা মারে বাইকটি। চার জনই উড়ালপুলের উপর ছিটকে পড়ে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ। দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।

Scroll to Top