অসহ্য গরমে হাঁসফাঁস করছে মহানগরী কলকাতা, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই অসহ্য গরম। আপাতত এই গরম থেকে রেহাই মিলবে না। ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আগামী ২৪ ঘণ্টাতেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। এই চার জেলায় জারি হয়েছে লাল সতর্কতা।
পাশাপাশি, তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া এবং বীরভূমেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপপ্রবাহ শেষ হলেই দেখা মিলতে পারে স্বস্তির বৃষ্টির। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।