৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ঘর্মাক্ত গরমে অতিষ্ঠ শহরবাসী, কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি

High News Digital Desk:

কলকাতায় গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী দু’দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির বেশ খানিকটা উপরে উঠতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

আগামীকাল পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় থাকছে কমলা সতর্কতা। সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায়, ঘর্মাক্ত গরম থেকে এখনই রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি বেশি।

Scroll to Top