৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

পহেলগাম হামলা : সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরলেন মোদী, সারলেন বৈঠক

High News Digital Desk:

ম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে সৌদি আরব সফর কাঁটছাঁট করে বুধবার সকালে ভারতে ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য আধিকারিকেরা। মঙ্গলবার রাতে সৌদির রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই দিল্লির বিমান ধরেন মোদী।

জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গি হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই পর্যটক। দু’দশকের ব্যবধানে আবারও কাশ্মীরে বড় হামলার শিকার পর্যটকেরা। পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী। খবর পাওয়ামাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন। শুধু তা-ই নয়, শাহকে কাশ্মীরে পৌঁছোনোরও কথাও বলেন মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধাসেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শাহ। বুধবার সকালে প্রধানমন্ত্রী মোদী নিজেও দিল্লি ফিরে এসেছেন।

Scroll to Top