৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

শনিবার সকাল ৮টা নাগাদ রেড রোডে পুলিশ মেমোরিয়ালের সামনে দুর্ঘটনা ঘটে।

High News Digital Desk:

মুর্শিদাবাদের ধুলিয়ানে হিংসায় আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর এবং তাঁর টিম শনিবার মুর্শিদাবাদের ধুলিয়ানে পৌঁছে হিংসা কবলিত এলাকায় আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন। বিজয়া রাহাতকার বলেছেন, “আমাদের সফর শেষ হলেই আমি বিষয়টি নিয়ে কথা বলব।”

এদিন সকালে মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয়া রাহাতকর বলেন, “আজ আমরা মূলত ধুলিয়ান সফর করছি এবং স্থানীয় জনগণের সঙ্গে দেখা করার জন্য কাছাকাছি স্থানগুলিও পরিদর্শন করব। আমরা বর্তমানে সকলের সঙ্গে আলোচনা করছি এবং আলোচনা শেষ হয়ে গেলে, আমরা আরও বিশদ বিবরণ দিতে সক্ষম হব। অনেক সমস্যা সমাধানের আছে এবং সেগুলি সবই পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা দরকার।” মালদা থেকেই তাঁরা মুর্শিদাবাদের ধুলিয়ানে পৌঁছে যান।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় হিংসা ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের ধুলিয়ানে। আতঙ্কে হিন্দুরা মালদায় পালিয়ে যান। শনিবার সেই সমস্ত আক্রান্তদের সঙ্গেই কথা বলেছেন বিজয়ারাহাতকার।

Scroll to Top