কাশী এখন পূর্বাঞ্চলের অর্থনৈতিক মানচিত্রের কেন্দ্রে। দাবি করলেন বারাণসীর সাংসদ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত ১০ বছরে, বারাণসীর উন্নয়ন এক নতুন গতি পেয়েছে, কাশী এখন পূর্বাঞ্চলের অর্থনৈতিক মানচিত্রের কেন্দ্রবিন্দুতে। যোগাযোগ বৃদ্ধির জন্য অনেক পরিকাঠামো প্রকল্প, প্রতিটি পরিবারে ‘পাইপের মাধ্যমে জল’ প্রদান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং প্রতিটি অঞ্চল, প্রতিটি পরিবার এবং প্রতিটি যুবকের জন্য উন্নত সুযোগ-সুবিধা প্রদানের সংকল্প আজ উদ্বোধন করা হয়েছে।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত এখন বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ। ১০ বছরে, দুধ উৎপাদন প্রায় ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সাফল্য দেশের কোটি কোটি কৃষকের, দেশের পশুপালক ভাইদের। এই সাফল্য একদিনে অর্জিত হয়নি; গত ১০ বছর ধরে আমরা দেশের সমগ্র দুগ্ধ ক্ষেত্রকে মিশন মোডে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা পশুপালকদের কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা প্রদান করেছি, তাদের ঋণের সীমা বৃদ্ধি করেছি, ভর্তুকির ব্যবস্থা করেছি।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমরা ১০-১১ বছর আগে সমগ্র পূর্বাঞ্চলে চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলিও জানি। এখন পরিস্থিতি ভিন্ন, আমার কাশী এখন স্বাস্থ্যের রাজধানীতেও পরিণত হচ্ছে। এখন দিল্লি এবং মুম্বইয়ের বড় বড় হাসপাতালগুলি আপনার বাড়ির কাছে চলে এসেছে। এটাই উন্নয়ন, যেখানে মানুষের কাছে সুযোগ-সুবিধা আসে।”