দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দু’দিনের সফরে মঙ্গলবার নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপি। দুবাইয়ের যুবরাজের এটিই প্রথম সরকারি ভারত সফর। তাঁর সঙ্গে ভারতে এসেছেন মন্ত্রী, সরকারের শীর্ষ আধিকারিক ও উচ্চস্তরীয় এক বাণিজ্য প্রতিনিধি দল।
দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ভারতে পৌঁছানোর পর দিল্লি বিমানবন্দরে একটি সাংস্কৃতিক পরিবেশনা দেখছেন। তিনি ভারতে তাঁর প্রথম সরকারি সফরে এখানে এসেছেন। বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয় এবং প্রতিমন্ত্রী সুরেশ গোপী তাঁকে স্বাগত জানান। এদিনই দিল্লিতে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাইয়ের যুবরাজ।









