৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট, সিবিআই তদন্তের নির্দেশও খারিজ

High News Digital Desk:

পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত শূন্যপদ (সুপার নিউমেরারি) তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশও খারিজ করল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল। রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়। সেই কারণে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।

উল্লেখ্য, এসএসসিতে নিয়োগের জন্য ছ’হাজারের কাছাকাছি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দফতর। এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়। রাজ্য মন্ত্রিসভাতেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। তবে হাই কোর্ট জানিয়েছিল, অতিরিক্ত শূন্যপদ গঠনের ওই সিদ্ধান্ত সঠিক ছিল না। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ওই নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশও দিয়েছিল।

Scroll to Top