২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

সোমবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ, দেখে নিন হেড টু হেড রেকর্ড

High News Digital Desk:

সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বই

ইন্ডিয়ান্স। আইপিএলে এমআই বনাম আরসিবি-র মুখোমুখি রেকর্ড :

খেলা ম্যাচ – ৩৩টি

এমআই জিতেছে – ১৯টি

আরসিবি জিতেছে – ১৩টি

টাই – ১টি।

শেষ ফলাফল – মুম্বই ইন্ডিয়ান্স ৭ উইকেটে জয়ী (এপ্রিল ২০২৪)

আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমআই রেকর্ড :

খেলা ম্যাচ – ৮৬টি

জিতেছে – ৫২টি

হেরেছে- ৩৩টি

টাই – ১টি

সর্বোচ্চ স্কোর – আরসিবি বনাম এমআই কর্তৃক ২৩৫/১ (মে ২০১৫)

সর্বনিম্ন স্কোর – কেকেআর বনাম এমআই-এর ৬৭/১০ (মে ২০০৮)

Scroll to Top