২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

মনোজ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

High News Digital Desk:

শুক্রবার সকালে বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার প্রয়াত হলেন। ৮৭ বছরের অভিনেতা মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমেছে বলিউডে ও রাজনৈতিক মহলেও।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা শ্রী মনোজ কুমার জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের একজন আইকন, যাঁকে বিশেষভাবে স্মরণ করা হত তাঁর দেশপ্রেমের জন্য, যা তাঁর চলচ্চিত্রেও প্রতিফলিত হয়েছিল। মনোজ জির কাজ রাষ্ট্রীয় গৌরবের চেতনা জাগিয়ে তুলেছিল এবং তা প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করবে। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার এবং অনুরাগীদের আমার সমবেদনা। ওম শান্তি।

Scroll to Top