ভারতীয় যাদুঘরে হুমকি ইমেলকে কেন্দ্র করে তৈরি হয় বোমাতঙ্ক ও চূড়ান্ত চাঞ্চল্য। ঘটনাস্থলে যান বোম্ব স্কোয়াড ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা।
মঙ্গলবার সকালে মেলটি নজরে পড়তেই খবর দেওয়া হয় লালবাজারে। তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় জাদুঘর। স্নিফার ডগ নিয়ে চলে তল্লাশি। ই মেলে ভারতীয় জাদুঘরকে উড়িয়ে দেওয়ার হুমকি। সেই হুমকি ইমেলের ভিত্তিতেই তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। পাশাপাশি গোটা ঘটনায় শুরু হয় তদন্ত।
অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সকালে জাদুঘরে পর্যটকরা ছিলেন। সেই সময় আচমকা কর্তৃপক্ষের নজরে আসে হুমকি মেল। ওই মেলে জানানো হয়, জাদুঘরে রয়েছে বোমা। স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে। খবর পাওয়ামাত্রই সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ।
সঙ্গে সঙ্গে জাদুঘরে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। পাঠানো হয় বম্ব স্কোয়াড। এমনিতে র নিরাপত্তার দায়িত্বে প্রচুর পুলিশকর্মী মোতায়েন থাকে। এদিন আরও বাহিনী পাঠানো হয়। দ্রুত মিউজিয়াম খালি করে দেওয়া হয়। সেই সময় জাদুঘরে ছিলেন বিদেশি পর্যটকরাও।










