৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম – উভয়ই তোষণের রাজনীতি করে : সুকান্ত মজুমদার

High News Digital Desk:

কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠানে অংশ নিয়ে সোমবার বিজেপি ও সিপিআই (এম)-এর সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতাকে পাল্টা আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম – উভয়ই তোষণের রাজনীতি করে।

প্রতি বারের মতো এই বছরেও রেড রোডে ঈদের নমাজে যান মুখ্যমন্ত্রী। সোমবার সকাল ৯টা নাগাদ রেড রোডে যান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক এবং মন্ত্রী জাভেদ খান। মমতা এবং অভিষেক সমাবেশে বক্তৃতাও করেন। মমতা এদিন বলেছেন, “কেউ গোলমাল পাকাতে এলে মনে রাখবেন, দিদি আছে।” তাঁর অভিযোগ, “লাল আর গেরুয়া এক হয়ে অশান্তি করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না। ধর্মের নামে ব্যবসা করে কিছু রাজনৈতিক দল।”

সুকান্ত মজুমদার বলেছেন, “দাঙ্গা তৃণমূল কংগ্রেসই করে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই, মোথাবাড়ি (মালদা)-তে হিন্দুদের ঘরবাড়ি কে পুড়িয়েছে এবং হিন্দু দেবদেবীদের অপমান করেছে – ভিডিওগুলি এখনও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম – উভয়ই তোষণের রাজনীতি করেন এবং উভয়ই এতে একসাথে আছেন।”

Scroll to Top