ভারত-বাংলাদেশ সীমান্তে উদযাপিত হল খুশির ঈদ। নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জওয়ানরা। সোমবার ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিষ্টি বিনিময় করেছেন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জওয়ানরা।
বিএসএফ-এর ১৮ ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট সুনীল কুমার বলেছেন, “আমরা প্রতিটি উৎসবে সম্পর্ক গড়ে তোলার জন্য এবং সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য এমনটা করি, যাতে আমরা সমন্বয়ের মাধ্যমে আমাদের কাজটি ভালোভাবে করতে পারি। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমরা চোরাচালান এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে আরও ভালো ফলাফল পাই।”