৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

কাঠমান্ডুতে হিংসায় সাংবাদিক-সহ দু’জনের মৃত্যু, আহত কমপক্ষে ১১০ জন

High News Digital Desk:

: নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ চলাকালীন পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন সাংবাদিক ও একজন সাধারণ ব্যক্তি রয়েছেন। সংঘর্ষে নেপাল পুলিশের ৫৩ জন, সশস্ত্র পুলিশ বাহিনীর ৩৪ জন সহ মোট ১১০ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ছাভি রিজাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ২৯ বছর বয়সি সাবিন মহারজনের মৃত্যু হয়। একইসঙ্গে বিক্ষোভকারীদের লাগানো আগুনে এক সাংবাদিকের মৃত্যু হয়, যিনি স্থানীয় টিভি চ্যানেলের ক্যামেরাম্যান ছিলেন। বিক্ষোভকারীদের দাবি, ওই ভবনে অতিরিক্ত গ্যাস মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে। অভিনেত্রী মণীষা কৈরালা একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে পুলিশকে টিয়ার গ্যাস ছুড়তে দেখা গেছে। সরকার আহতদের চিকিৎসা খরচ বহনের ঘোষণা করেছে।

Scroll to Top