২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

উয়েফা মহিলা চ্যাম্পিয়নস লিগ: রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিতে আর্সেনাল

High News Digital Desk:

উয়েফা মহিলা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদের মেয়েরা। বুধবার রাতে ফিরতি লেগে আর্সেনালের মেয়েরা দুর্দান্তভাবে ফিরল। সেমিতে উঠতে হলে আর্সেনালের মেয়েদের রিয়াল মাদ্রিদের প্রথম লেগের দুই গোলের ঘাটতি মিটিয়ে আরও এক গোল করতে হত। অসম্ভব সেই কাজটি করলেন আর্সেনালের মেয়েরা।

এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে আর্সেনালের মেয়েরা রিয়াল মাদ্রিদকে ৩ গোলের ব্যবধানেই হারিয়েছে। দুই লেগ মিলিয়ে রিয়ালের বিপক্ষে ৩-২ গোলের জয়ে সেমিফাইনালে পৌঁছে গেল আর্সেনাল। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন অ্যালেসিয়া রুসো। অন্যটি করেন মারিওনা ক্যালাডেন্টি। সেমিফাইনালে আর্সেনাল মুখোমুখি হবে ৮ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী ফরাসী ক্লাব লিওঁর। যারা বুধবার রাতেই ৪-১ গোলে বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে গেছে। গত বছর ফাইনালে বার্সেলোনা লিওঁকে হারিয়েছিল।

Scroll to Top