২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

(আপডেট) সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলা

High News Digital Desk:

পূর্ণাঙ্গ শুনানি হলো না ডিএ মামলার। সুপ্রিম কোর্টে প্রায় এক মাস পিছিয়ে গেল ডিএ মামলা। আগামী ২২ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হবে। এদিন রাজ‍্যের তরফে সওয়াল শুরু করেন অভিষেক মনু সিংভি। তবে পুরো সওয়াল জবাবের জন‍্য আরও সময় দরকার বলে আদালতে জানান তিনি। একই মত ছিল সকলের। সবপক্ষের সঙ্গে আলোচনা করে ২২ এপ্রিল শুনানির দিন ঠিক হয়।

কেন্দ্রীয় হারে সরকারি কর্মীদের ডিএ দেওয়ার দাবিতে বহুদিন ধরে সরব রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কলকাতা হাইকোর্ট এই দাবি মেনেই রায় দিয়েছিল। তবে সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এরপর ২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা। তারপর থেকে একাধিকবার শুনানি হয়েছে এবং শুনানির দিন পিছিয়েওছে। এদিনও তাই হয়।

Scroll to Top