৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ

High News Digital Desk:

মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্যটা এইরকম – ভারত ১২৬তম, বাংলাদেশ ১৮৫তম। স্বাভাবিকভাবেই বাংলাদেশের চেয়ে ৫০ ধাপের বেশি এগিয়ে ভারত।

পরিসংখ্যান অনুযায়ী দুই দল এ পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে। সেখানে ভারতের আধিপত্য স্পষ্ট, ১৬টি জয় তাদের। বাংলাদেশের জয় মাত্র ৩টি। বাকি ১২ ম্যাচ ড্র। আর ভারতের মাঠে দুই দলের সবশেষ সাক্ষাতের স্মৃতি বাংলাদেশের জন্য অম্ল-মধুর। ২০১৯ সালে কলকাতার সল্টলেকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পথে থাকা বাংলাদেশ শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ ড্র করেছিল।

Scroll to Top