৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

রকমারি টিউলিপের সমাহার, ২৬ মার্চ খুলছে কাশ্মীরের এই বাগান

High News Digital Desk:

চারিদিক পাহাড় দিয়ে ঘেরা। তার মধ্যে রকমারি ফুলের সমাহার। যে দিকে চোখ যায়, শুধুই ফুল আর ফুল। টিউলিপের বাহার দেখলে চোখের পলক পড়বে না। ভূস্বর্গের কোলে সকলেরই নজর টানে টিউলিপের বাগান। যার সৌন্দর্য্যে মোহিত সকলেই। এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপের বাগান হল এটি।

কাশ্মীর উপত্যকায় পর্যটন মরশুমের সূচনা উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ জনসাধারণের জন্য এই টিউলিপ বাগান উন্মুক্ত করা হবে। ওই দিন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ উন্মুক্ত করবেন টিউলিপ বাগান। ভূস্বর্গ বরাবরই পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য্য মুগ্ধ করে পর্যটকদের, তেমনই টিউলিপের এই বাগানও পর্যটকদের আকৃষ্ট করে।

শ্রীনগরের ডাল লেক এবং জাবারওয়ান পাহাড়ের কোলে সারি সারি টিউলিপ যেন ভূস্বর্গের সৌন্দর্য্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। টিউলিপ বাগানের আগের নাম ছিল সিরাজ বাগ। পরে নাম রাখা হয় ‘ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন’। শুধু টিউলিপই নয়, এই বাগানে রয়েছে আরও অনেক ফুল। ড্যাফোডিল, রানুনকুলি-সহ ৪৬ রকমের ফুল রয়েছে এখানে।

Scroll to Top