৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

৯ মাস কাটিয়েছেন মহাকাশে, সুনীতার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসরো

High News Digital Desk:

টানা ৯ মাস মহাকাশে কাটানোর পরে অবশেষে পৃথিবীর মাটিতে পা রেখেছেন সুনীতা উইলিয়ামস। তাঁর এই নিরাপদে ফিরে আসাকে বড় সাফল্য বলে উল্লেখ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। নাসার এই নভশ্চরের অভিজ্ঞতাকে মহাকাশ গবেষণার কাজে ব্যবহার করতে চায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

সুনীতা উইলিয়ামসকে স্বাগত জানিয়ে ইসরোর এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে, ‘আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দীর্ঘায়িত মিশন শেষ করার পরে আপনার নিরাপদে ফিরে আসা একটি উল্লেখযোগ্য সাফল্য। মহাকাশ অনুসন্ধানে নাসা, স্পেস এক্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণের এটি একটি উদাহরণ। আপনার অদম্য মনোভাব এবং নিষ্ঠা বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীদের অনুপ্রাণিত করে চলেছে।’ এক্স হ্যান্ডেলে আরও লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। মহাকাশ অনুসন্ধানে আপনার অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে আগ্রহী।’

Scroll to Top