৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

ফের আন্তর্জাতিক স্বীকৃতি, অধ্যাপিকা স্পিভাককে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

High News Digital Desk:

হিউম্যানিটিজ ও সোশ্যাল সায়েন্সে নরওয়ের হলবার্গ পুরস্কার পেতে চলেছেন অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আর্টস ও হিউম্যানিটিজের নোবেল বলে পরিচিত এই পুরস্কার। প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের এই সম্মানে গর্বিত ও উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে অধ্যাপিকাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এক্স মাধ্যমে শুভেচ্ছা বার্তায় জানান, আমাদের অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য আমি অভিনন্দন জানাই। এই বছর তাঁকে নরওয়ের হলবার্গ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে, যা মানবিক ও সামাজিক বিজ্ঞানের একটি শীর্ষ পুরস্কার হিসেবে বিবেচিত। এই সর্বোচ্চ সম্মান অর্জনের মাধ্যমে তিনি আমাদের গর্বিত করেছেন।

মুখ্যমন্ত্রী আরও জানান, অধ্যাপিকা স্পিভাক সাহিত্য তত্ত্ব ও দর্শনে তাঁর অবদানের জন্য ব্যাপকভাবে পরিচিত। তবে পশ্চিমবঙ্গের কিছু প্রত্যন্ত গ্রামে দরিদ্র-বান্ধব স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাঁর দীর্ঘ ও সুস্থায়ী যোগাযোগ আমাকে মুগ্ধ করেছে। বাংলা সাহিত্যের সর্বকালের ধ্রুপদী রচনাগুলিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য তাঁর প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করে।

Scroll to Top