অপেক্ষার প্রহর শেষ হয়েও শেষ হচ্ছে না নেইমার জুনিয়রের। ১৬ মাস পর ডাক পেলেও ফের গায়ে জড়ানো হচ্ছে না ব্রাজিলের জার্সি নেইমারের। ইনজুরির জন্য আরও একবার জাতীয় দল থেকে ছিটকে গেলেন তিনি।
আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে গত ৬ মার্চ যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছিল ব্রাজিল যেখানে ছিলেন নেইমারও। আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচ আগামী ২১ ও ২৬ মার্চ হবে।
শনিবার ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র নিশ্চিত করলেন উরুতে চোট থাকার জন্য বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের। শুধু নেইমার-ই নন, ব্রাজিল মেডিকেল টিমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি দানিলো ও এডারসনও। ইতিমধ্যে তাদের বদলির নামও ঘোষণা করেছেন দরিভাল। তাদের পরিবর্তে সান্দ্রো, এন্দরিক ও লুকাস পেরিকে দলে নেওয়া হয়েছে।










