রাজস্থানে হোলির সময় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১৩ মার্চ থেকেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে, আর ১৫ মার্চ শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
তবে মার্চের দ্বিতীয় সপ্তাহেই রাজস্থানে গরমের প্রকোপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে এখন বারমের ও জালোর জেলায় লু বইছে। মঙ্গলবারও সেখানে লু অব্যাহত ছিল, যার ফলে তাপমাত্রা আরও বেড়েছে। ইতিমধ্যেই বুধবারও বারমের ও জালোরে তাপপ্রবাহ নিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।