৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

২০১৪ থেকে দেশের গুরুত্বপূর্ণ পদে নারীদের অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পেয়েছে : প্রধানমন্ত্রী

High News Digital Desk:

নারী শক্তির ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন, ২০১৪ থেকে দেশের গুরুত্বপূর্ণ পদে নারীদের অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার গুজরাটের নভসারিতে লাখপতি দিদিদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নভসারিতে জি-সফল এবং জি-মৈত্রী-সহ বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন।

এরপর প্রায় ১.১ লক্ষেরও বেশি মহিলাদের সামনে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “মহাকুম্ভে আমি মা গঙ্গার আশীর্বাদ পেয়েছি এবং আজ মাতৃশক্তির এই মহাকুম্ভে, আমি আপনাদের সকল মা ও বোনদের আশীর্বাদ পেয়েছি। নারী দিবসে, আমার মাতৃভূমি গুজরাটে এবং এই বিশেষ দিনে এত বিশাল সংখ্যক মা, বোন, কন্যাদের উপস্থিতিতে, আমি আপনাদের ভালোবাসা, স্নেহ এবং আশীর্বাদের জন্য মাতৃশক্তির কাছে মাথা নত করছি।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা করেছি। তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে আমরা তাঁদের ক্ষমতায়িত করেছি। উজ্জ্বলা যোজনার মাধ্যমে আমরা তাঁদের স্বাস্থ্য সুবিধা দিয়েছি। আগে কর্মজীবী ​​মহিলারা মাত্র ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পেতেন, কিন্তু আমরা তা বাড়িয়ে ২৬ সপ্তাহে করেছি। তিন তালাকের বিষয়ে, মুসলিম মহিলারা তাদের সুরক্ষার জন্য আইনের দাবি জানিয়ে আসছিলেন। মুসলিম মহিলা (বিবাহ অধিকার সুরক্ষা) আইন, ২০১৯ এর মাধ্যমে, আমরা তাঁদের জীবন ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছি।” মোদী বলেছেন, “রাজনীতি হোক অথবা খেলাধুলো, বিচার বিভাগ হোক অথবা পুলিশ, দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা পতাকা উড়িয়ে চলেছেন। ২০১৪ সাল থেকে, দেশের গুরুত্বপূর্ণ পদে নারীদের অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সাল থেকে, কেন্দ্রীয় সরকারে সর্বাধিক সংখ্যক মহিলা মন্ত্রী হয়েছেন এবং সংসদেও নারীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

Scroll to Top