৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

চ্যাম্পিয়নস লিগ : ১০ জন নিয়েও জয় পেল বার্সেলোনা

High News Digital Desk:

চ‍্যাম্পিয়নস লিগের শেষ ষোলার প্রথম লেগে বুধবার রাতে ১০ জনের দল নিয়ে মরণপণ লড়াই করে জিতে গেল বার্সেলোনা। তারা ১-০ গোলে জয় পেল বেনফিকার বিরুদ্ধে। মরসুমে নিজের ২৫–তম গোল করে ব‍্যবধান গড়ে দিয়েছেন রাফিনিয়া।

কাঙ্খিত গোলটি আসে ৬১ মিনিটে। স্বাগতিকদের অর্ধে আন্তোনিও সিলভার একটি ব‍্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে জালে বল পাঠান রাফিনিয়া।

কেরিয়ারের প্রথম লাল কার্ড দেখে ২২ মিনিটে মাঠ ছাড়েন ডিফেন্ডার পাউ কুবার্সি। বাকি ৬৮ মিনিট ১০ জনে রক্ষণ সামলে দারুণ এই জয় তুলে নিয়েছে বার্সিলোনা। এই দিন প্রায় ৫২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২৬টি শট নেয় বেনফিকা। যার মধ্যে ৮টি শট ছিল লক্ষ‍্যে। আর এই শট গুলো রুখে দিয়ে সফরকারীদের জয়ের নায়ক হয়ে যান স্ট‍্যান্সনি। অন‍্য দিকে বার্সিলোনার ১০ শটের পাঁচটি ছিল লক্ষ‍্যে। আগামী মঙ্গলবার বার্সেলোনায় ফিরতি লেগে এই দুই দল আবার মুখোমুখি হবে।

Scroll to Top