২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

শেয়ার বাজার খুলতেই হু হু করে চড়ল সেনসেক্স

High News Digital Desk:

কয়েকদিনেই লাখ লাখ কোটি টাকা খোয়া গিয়েছে বিনিয়োগকারীদের। থামছিলই না শেয়ার বাজারে রক্তক্ষরণ। অবশেষে সপ্তাহের মাঝামাঝি সময়ে মিলল স্বস্তি। তরাক করে লাফিয়ে উঠল সেনসেক্স ও নিফটি।

বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে বুধবার ৯০০ পয়েন্টের লম্বা লাফ দিল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। বুধ সকালে দালাল স্ট্রিটে মতিগতি দেখে বিশেষজ্ঞরা আশা করছেন, অতীতের রক্তক্ষরণ কাটিয়ে এবার ভালো সময় আসতে চলেছে বাজারে।

বুধবার শেয়ার বাজার খুলতেই হু হু করে চড়ে সেনসেক্স। বিএসই সেনসেক্স ৫৬৪.৮০ পয়েন্ট বেড়ে ৭৩,৫৫৪.৭৩ অঙ্কে পৌঁছয়। পাশাপাশি এনএসই নিফটি সূচকও বাড়ে। ১৭৬.৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২২,২৫৯.৩০ অঙ্কে পৌঁছয়।

মঙ্গলবার শেয়ার বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক ছিল ৭২,৯৮৯.৯৩-তে, টানা ১০ দিন ধরে ক্ষতির মুখে ছিল বাজার। নিফটি ৫০-র সূচকেও ৩৬.৬৫ পয়েন্ট পতন হয়ে ২২,০৮২.৬৫ -এ পৌঁছয়।

সেনসেক্সের সূচক বাড়তেই টাটা স্টিল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজি, টেক মাহিন্দ্রা, আদানি পোর্টস, টাটা মোটরস, পাওয়ার গ্রিড, এনটিপিসি, ইনফোসিস, টাটা কনসাল্টেন্সি সার্ভিস ও ভারতী এয়ারটেল লাভের মুখ দেখেছে। তবে বাজাজ ফিন্যান্স, বাজাজ ফিনসার্ভ, আল্ট্রাটেক সিমেন্ট, এইচডিএফসি ব্যাঙ্ক ক্ষতির মুখে পড়েছে।

শুধু ভারতের শেয়ার মার্কেটই নয়, এশিয়ার মার্কেটে টোকিয়ো, সাংহাই, হংকং ও সিওল শেয়ার মার্কেটও ইতিবাচক রয়েছে। বিগত কয়েক মাসে হংকং, টোকিয়ো, সিওলের শেয়ার বাজারেও ধস নেমেছিল। সেখানে আজ সামগ্রিক এশিয়ার শেয়ার বাজার ইতিবাচক রয়েছে।

Scroll to Top