৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

৪ দিনও টিকল না ডাকেটের রেকর্ড, ভেঙে দিলেন জাদরান

High News Digital Desk:

মাত্র ৫ দিন আগে রেকর্ডটা নতুন করে লিখেছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন ডাকেট। ২১ বছরের পুরোনো সেই রেকর্ডটা ভেঙে দিয়ে ডাকেট নিজের করে নিয়েছিলেন। ১৪৩ বলে ১৬৫ রানের সেই ইনিংসটা ডাকেট খেলেছেন লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামেই। কিন্তু সেই রেকর্ডটা নিজের নামে রাখলেন মাত্র কয়েকটা দিন। দুর্দান্ত এক ইনিংস খেলে বুধবার তাঁকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে গেছেন আফগান তারকা ইব্রাহিম জাদরান।

ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে ১৪৬ বলে ১৭৭ রানের অসাধারন ইনিংস খেলেছেন ২৩ বছর বয়সী আফগান তারকা জাদরান। তাঁর ইনিংসে ভর করেই আফগানিস্তান তুলেছে ৭ উইকেটে ৩২৫ রান।৩৭ রানেই ৩ উইকেট হারিয়ে আফগানরা যখন ধুকছে তখন হাল ধরে দলকে এগিয়ে নিয়ে গেছেন জাদরান। আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারে।

উল্লেখ্য,এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৭৭ বলে ১৪৫ রান করে অপরাজিত ছিলেন অ্যাস্টল। অ্যান্ডি ফ্লাওয়ার ১৬৪ বলে ১৪৫ রান করেছিলেন ২০০২ সালে ভারতের বিপক্ষে।

Scroll to Top