বিধানসভার লবি থেকেই চুরি হয়ে গেল বিধায়কের মোবাইল| মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিধায়ক হুমায়ুন কবীরের ফোন কার হাতে গেল! তা এখনও স্পষ্ট নয়| মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ওই ঘটনা ঘটে| বাজেট অধিবেশন চলায় বিধানসভায় উপস্থিত ছিলেন সব বিধায়ক| কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে বিধানসভা চত্বরে| তার মধ্যে কীভাবে এমন একটি ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে| যদিও শেষ পর্যন্ত সেই ফোন ফিরে পেয়েছেন বিধায়ক| জানা গিয়েছে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর অন্যান্য দিনের মতোই মঙ্গলবার লবিতে গিয়ে সোফায় বসেছিলেন| কিছুক্ষণ পর হাজিরার খাতায় সই করতে উঠে যান| তখনও তাঁর হাতে ধরা ছিল দুটি মোবাইল| এরপর আবারও সোফায় গিয়ে বসে পড়েন তিনি| বিধায়ক জানিয়েছেন, সকাল ১১টায় নিয়মমাফিক ঘণ্টা বাজতেই অধিবেশন কক্ষে প্রবেশ করেন| কক্ষে গিয়েই তিনি দেখেন, তাঁর একটা ফোন হাতে ধরা, অন্য ফোনটি নেই| এরপর সোফায় সেটা খুঁজতে গেলে তিনি দেখেন ফোনটা সেখানে নেই| বিধায়ক জানিয়েছেন, হারিয়ে যাওয়া ফোনটি ছিল আইফোন ১৩ মডেলের| তাতে ফেস লক করাও রয়েছে| অর্থাত্ বিধায়ক নিজে মুখের প্রতিচ্ছবি দিয়ে লক করে রেখেছেন, ফলে সেটা আর কারও পক্ষে খোলা সম্ভব নয় বলেই দাবি তাঁর| এরপর পুলিশকে বিষয়টা জানান তিনি| খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানাতেও|
ঘণ্টাখানেক পর পুলিশ লোকেশন ট্র্যাক করে ওই ফোন খুঁজে বের করেন| তবে কোথা থেকে ফোনটি পাওয়া গেল, তা স্পষ্ট করেননি বিধায়ক| তিনি জানান, এই ঘটনাকে চুরি বলে উল্লেখ করা যাবে না|