৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫

ইন্টারন্যাশনাল লিগ টি-২০ : চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস

High News Digital Desk:

গতবার ফাইনালে হেরে যাওয়া দুবাই ক্যাপিটালস এবার জিতে নিল ইন্টারন্যাশনাল লিগ টি-২০ র (আইএল টি-২০) প্রথম আসরের শিরোপা। টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনালে রবিবার রাতে তারা ৪ উইকেটে হারাল ডেজার্ট ভাইপার্সকে। দুই ইংলিশ ক্রিকেটার ম্যাক্স হোল্ডেন ও অধিনায়ক স্যাম কারানের ফিফটিতে ২০ ওভারে ১৮৯ রান করে ভাইপার্স। চার বল বাকি থাকতে শিরোপা জিতে নেয় ক্যাপিটালস।

ম্যাচের শেষের নায়ক রাজা হলেও ম্যাচের সেরা রভম্যান পাওয়েল। ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান খেলেন ৩৮ বলে ৬৩ রানের মূল্যবান ইনিংস। গ্রুপ পর্বের শীর্ষে থাকা ভাইপার্স ফাইনালের আগে ৪ টি ম্যাচ হেরেছিল, ৩-টিই ছিল ক্যাপিটালসের বিপক্ষে। ফাইনালেও তাদের কাছে আবার হারতে হল। টুর্নামেন্টের ৩ আসরে দুবার রানার্স আপ হল দলটি।

Scroll to Top