এইচ-১বি ভিসা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নয়া মন্তব্যে তেমন কোনও ইঙ্গিত মিলল না। বরং যে কড়াকড়ি শুরু করতে চলেছেন, তাতেই অনড় থাকলেন। হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, শুধু ইঞ্জিনিয়ার নন, সবক্ষেত্রেই দক্ষ কর্মচারীদের এইচ-১বি ভিসা প্রদান করতে আপত্তি নেই তাঁর প্রশাসনের। হোটেলকর্মী হোক বা ওয়াইন বিশেষজ্ঞ হোক – সবক্ষেত্রেই দক্ষ কর্মচারীরা আমেরিকায় এলে তাঁর কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন ট্রাম্প।
