৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মায়ামিতে মেসিকে আরও এক বছরের জন্য রাখার ইচ্ছা হোর্সে মাসের

High News Digital Desk:

২০২৩ সালের জুনে মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি শেষ হয়ে গেছে মেসির। সেই চুক্তি অনুযায়ী ঠিক হয়ে ছিল ২০২৫ সালের মরসুম শেষ হওয়া পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন আর্জেন্টাইন মহাতারকা। সুতরাং চুক্তি অনুযায়ী আগামী বছরটাই মায়ামিতে মেসির শেষ বছর হতে যাচ্ছে।

কিন্তু নতুন মরসুম শুরু হওয়ার আগেই মায়ামিতে মেসিকে আরও এক বছরের জন্য ধরে রাখার কথা শোনা যাচ্ছে। চেষ্টা চালাচ্ছেন মিয়ামির কর্মকর্তারা। শেষ পর্যন্ত মায়ামির এই চেষ্টা ফলপ্রসূ হলে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেসি থাকবেন মায়ামিতে। তাছাড়া মেসিকে ধরে রাখার ইচ্ছার কথা বৃহস্পতিবার জানিয়েছেন মায়ামির অন্যতম মালিক হোর্সে মাস। তিনি বলেছেন, “তাঁদের ইচ্ছা মেসিকে ২০২৬ পর্যন্ত ধরে রাখা।”

Scroll to Top