আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কট বেসেন্টকে গুরুদায়িত্ব দিলেন। ট্রেজারির সচিব হিসেবে মনোনীত করেছেন। কি স্কোয়ার গ্রুপের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং প্রখ্যাত বিনিয়োগকারী ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডাগুলি পূরণের লক্ষ্যে কাজ করবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি ক্ষেত্রে একাধিকত্ব ফিরিয়ে আনা এবং বাজেট ঘাটতি মেটানো ও শুল্ক হ্রাসের মত বিষয়গুলি ট্রাম্পের এই এজেন্ডায় রয়েছে। বেসেন্টকে শীর্ষ আর্থিক কুশলী বলে উল্লেখ করে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার অর্থনীতিতে স্বর্ণযুগ ফিরিয়ে আনতে তিনি সাহায্য করবেন।