২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

রাজভবনে রাজ্যপালের মূর্তি, শুরু রাজনৈতিক বিতর্ক

High News Digital Desk:

রাজভবনে বসল রাজ্যপাল সিভি আনন্দ বোসের মূর্তি৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ২৩ নভেম্বর অর্থাৎ শনিবার ২ বছর পূর্ণ করলেন তিনি৷ সেই উপলক্ষে এদিন সকালে রাজভবনে মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন স্বয়ং রাজ্যপাল৷

ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ সাহা এক সপ্তাহ ধরে এই মূর্তি তৈরি করেছেন। রাজ্যপালকে সরাসরি না-দেখে শুধুমাত্র ছবি দেখে মূর্তিটি তৈরি করেন শিল্পী। সেকারণে বিষয়টি নিয়ে বেশ উৎসাহী শিল্পী। মূলত, ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তি৷

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কোনও ব্যক্তি জীবিত থাকাকালীন তাঁর মূর্তি কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “এটি একটি অপগণ্ড। রাজভবন আলো করে অপগণ্ড বসে আছেন। এটা আমাদের রাজ্যের পক্ষে দুর্ভাগ্যজনক। মোদী-মমতা-রাজ্যপাল সব নিজেকে ছাড়া কাউকে চেনেন না। এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যের পক্ষে ৷ এছাড়া আর কী বলতে পারি অপগণ্ডকে নিয়ে।”

রাজ্যপালের মূর্তি উন্মোচন নিয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, “এটা খুব লজ্জার বিষয়। বাংলার কৃষ্টি-সংস্কৃতি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। উনি যে দলের থেকে প্রতিনিধি হয়ে রাজ্যপাল হয়েছেন বা যে দল তাঁকে রাজ্যপাল হিসেবে পাঠিয়েছে, সেই দলের অন্যতম নেতা প্রধানমন্ত্রী নিজের নামেই স্টেডিয়াম তৈরি করেছেন। স্বাভাবিকভাবেই, উনি সেই প্রধানমন্ত্রীকে অনুসরণ করছেন। এছাড়া আর কী বলতে পারি! দারুণ লজ্জার বিষয়।”

Scroll to Top