ফসলের গোড়া পুড়িয়ে বায়ু দূষণে যখন ঝাঁঝরা দিল্লি, ঠিক একইভাবে হুগলির একাধিক জায়গায়ও বায়ু দূষণ| হরিপাল, ধনিয়াখালি, জাঙ্গিপাড়া-সহ বিভিন্ন ব্লকে কৃষি জমিতে দিনরাত আগুন ধরিয়ে পোড়ানো হচ্ছে ফসলের গোড়া| অভিযোগ, প্রশাসনের নিষেধ থাকার পরও তা বন্ধ হচ্ছে না| এমনকী জমির উর্বরতা নষ্ট হচ্ছে জেনেও অনেকেই জমিতে নাড়া পোড়াচ্ছেন| জমিতে দাউদাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ, বাতাসে মিশছে বিষ| হুগলির একাধিক ব্লকে কৃষি জমিতে নাগাড়ে ফসলের গোড়া পোড়ানোর অভিযোগ উঠছে| হুগলীর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদনমোহন কোলে অবশ্য দাবি করেছেন, প্রশাসন ও জেলা কৃষি দপ্তর নাড়া না পোড়াতে মাইকে প্রচার করে, গতকয়েক বছর ধরে চাষিরা নাড়া পোড়াচ্ছে এই দূষণকে সকলে মিলেই আটকাতে হবে|
