জেলা প্রশাসন গুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার , রাজ্য জুড়ে চলছে আবাসের সমীক্ষা| আবাস জোজনায় তালিকা ভক্ত করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে| পঞ্চায়েত দফতর জেলা প্রশাসন গুলিকে নির্দেশ দিয়েছে ২৩ ডিসেম্বরের মধ্যে আবাসের তালিকা নথিভক্ত করতে হবে এবং উপভোক্তাদের টাকা পাঠানোর জন্য প্রস্তুত থাকতে হবে| আবাস জোজনায় প্রথমে পাকা বাড়ি পেতে আবেদন করতে হয়, এরপর সরকার সমীক্ষা চালানোর পর, সেই রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট একাধিক দফরত অনুমোদন চালায়| তারপর তৈরি হয় আবাসের তালিকা সেই মতো টাকা দেওয়া হয়| প্রতিটি স্তরের কাজ শেষ করার জন্য পঞ্চায়ের ডেট লাইন বেঁধে দেওয়া হয়েছে ২৩ ডিসেম্বর পর্যন্ত| পঞ্চায়েত জেলা পরিষদকে নির্দেশ দিয়েছে ২৯ নভেম্বরের মধ্যে প্রথমিক তালিকা বের করে সেটা ক্কক্ত্বগ,ঙ্কক্ত্বগ,ক্ত্বগ্বগ অফিসে টাঙাতে হবে| সমীক্ষা করতে গেলে একাধিক এলাকায় অভিযোগ উঠেছে যাদের পাকা বাড়ি আছে তাদের নাম তালিকায় রয়েছে| তিন স্তরে কমিটি- গ্রাম সভা, বল্ক স্তর ও জেলা স্তরকে ডেট লাইন দিয়েছে পঞ্চায়েত ২৩ ডিসেম্বরের মধ্যে আবাসের টাকা দেওয়া হয়েছে জন্য প্রস্তুত থাকতে হবে|
