৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

এবার গান গাইবেন জয়া! পর্দায় নতুন অবতারে অমিতাভ-জায়া

High News Digital Desk:

বিগত কয়েক বছরের কিছু ছবিতে জয়াকে সিরিয়াস চরিত্রে অভিনয় করতে দেখা গেছে, এবার নতুন অবতার।

প্রায় দেড় বছর আগে তাঁকে ‘রকি অর রানী কি প্রেম কাহানি’- তে অভিনয় করতে দেখা গেছে। সেই সিনেমাতে  অবশ্য তিনি সিরিয়াস চরিত্রে অভিনয় করে ছিলেন। সম্প্রতি তিনি একটি নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন।এই ছবির একটি পোস্টার প্রকাশ করেছেন পরিচালকরা। সেখানে দেখা যাচ্ছে, হাতে মাইক্রোফোন নিয়ে জয়া। ফিল্মের নাম – ‘দিল কা দরওয়াজা খোল না ডার্লিং’। সেখানে জয়া বচ্চনকে কুল লুকে দেখা যাচ্ছে।  এই লুক দেখে অনুরাগীদের মনে  প্রশ্ন উঠছে – কবে  আসতে চলেছে এই সিনেমা।

জীবনের ছোট ছোট ঘটনাকে কেন্দ্রে করে তৈরী করা হয়েছে এই সিনেমা। এই সিনেমাতে জয়া ছাড়া মুখ্য চরিত্রে অভিনয় করছেন  ভামিকা ও সিদ্ধান্ত চতুর্বেদী। ‘কুইন’ এবং ‘সুপার থার্টি’ খ্যাত পরিচালক বিকাশ বহেল নতুন একটি  ছবির পরিচালনা করতে চলেছেন,  এই গুঞ্জন অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার নির্মাতারা ছবির একটি পোস্টার শেয়ার করেছেন। সেখানে জয়া বচ্চনকে একদম অন্য রকম একটা অবতারে দেখা যাচ্ছে। পোস্টারে দেখা যাচ্ছে ভামিকা  এবং সিদ্ধান্ত ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন এবং জয়া হাতে মাইক নিয়ে গান গাইছেন।বৃহস্পতিবার গোয়ায় ছবির শুটিং শুরু হয়েছে। নির্মাতারা জানিয়েছেন আগামী বছর ছবিটি মুক্তি পেতে চলেছে।

Scroll to Top