৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

স্বাস্থ্য ভবনের অদূরে অবস্থান উপসংহার, সূচনা সিজিও কমপ্লেক্স অভিযানের

কলকাতা : স্বাস্থ্য ভবনের সামনে ১১ দিনের অবস্থান শেষ। শুক্রবার ধরনা তুললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ধরনা তুললেও চলবে আন্দোলন-প্রতিবাদ। শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তাঁরা। এদিন সন্ধ্যাবেলায় আরজি কর হাসপাতালে সাংবাদিক বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানাবেন তাঁরা।

২ সপ্তাহের কিছু কম সময় ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়ারা। সহ-নাগরিকরা পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের। বাড়িয়েছিলেন সাহায্যের হাত। অবস্থানের শেষ দিনে জুনিয়র ডাক্তারদের সিজিও কমপ্লেক্স অভিযানেও সামিল সাধারণ মানুষ থেকে অভিনেতা-অভিনেত্রীরা। সবার মুখে একটাই কথা, আন্দোলন চলবে। যতদিন পর্যন্ত না সুবিচার পাবেন নির্যাতিতা, ততদিন আন্দোলন চলবে।অরাজনৈতিক এই আন্দোলন দেখে উদ্দীপিত সাধারণ মানুষ থেকে বিশিষ্টরা। স্বাস্থ্য ভবন কিছুটা সাফাই করা থেকে প্রশাসনের মেরুদণ্ড কিছুটা সারাই করা – সবই এই আন্দোলনের ফসল, মনে করছেন জুনিয়র চিকিৎসকরা। মনে করছেন তাঁদের সমর্থকরাও।

Scroll to Top