কলকাতা : বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে আবহাওয়ার পূর্বাভাসে মিলল স্বস্তির সম্ভাবনা| আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকেই ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ| মঙ্গলবার থেকে বদলাবে আবহাওয়া| দক্ষিণবঙ্গে দেখা মিলতে পারে রোদেরও|
ঝাড়খন্ডের উপর রয়েছে অতি গভীর নিম্নচাপ| সোমবার সকালের পর কিছুটা শক্তি হারিয়েছে নিম্নচাপটি| আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছবে|
তবে সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে| কলকাতা-সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস|
সোমবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে| বৃষ্টির জেরে একধাক্কায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেরই কমেছে তাপমাত্রা| তবে বৃষ্টি কমলেই কলকাতায় ফের আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা|