নয়া দিল্লি : জটিলতা বাড়ছে হিমাচল প্রদেশে। শিমলায় বিক্ষোভ সমাবেশের ২৫ ঘণ্টা কাটতে না কাটতে সেখানকার ব্যবসায়ী সমিতি ‘ব্যাপার মণ্ডলে’র ডাকে অর্ধদিবস বন্ধ রইল বাজারহাট।
শিমলার ব্যস্ত বাজারের ছবিটা বৃহস্পতিবার ঘণ্টা তিনেকের জন্য আমূল পাল্টে গেল! সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই এলাকা ছিল সম্পূর্ণ শুনশান। সমস্ত দোকানেরই ঝাঁপ ছিল বন্ধ। পথে হাতে গোনা লোকজনের যাতায়াত। নেই বিক্রেতা। ফলত ক্রেতাও উধাও। দোকানের পর দোকানে নামানো শাটার। শাটারে তালা।
কোনওপ্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে’ব্যাপারে সজাগ ছিল পুলিশ প্রশাসন। এখনো পর্যন্ত অশান্তির তেমন কোনও খবর মেলেনি।
সানজৌলিতে এক মসজিদের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ ঘিরে বুধবারও উত্তেজনা ছড়িয়েছিল শিমলায়। ঢালি টানেল ইস্ট পোর্টালে চলে প্রবল বিক্ষোভ। এমনকী, পুলিশের ব্যারিকেড ভাঙারও চেষ্টা হয়। বৃহস্পতিবারও তার রেশ রইল। অর্থাৎ, মসজিদের অবৈধ নির্মাণ সংক্রান্ত অভিযোগ এখনই থিতিয়ে যাওয়ার উপক্রম নেই। আগামী দিনেও এই নিয়ে ক্ষোভ দানা বাঁধার সমূহ সম্ভাবনা জিইয়ে রইল।