২২ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫

অর্থনৈতিক বেনিয়মের অভিযোগে ধৃত সন্দীপদের জেলে পাঠাল আলিপুর সিবিআই কোর্ট, চপ্পল ছুড়ল উত্তেজিত জনতা

High News Digital Desk:

কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অর্থনৈতিক বেনিয়মের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ ও একই অভিযোগে গ্রেফতার হওয়া অপর ৩ জনকে চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজত দিল আলিপুর সিবিআই কোর্ট| মঙ্গলবার সন্দীপ ঘোষ ও ওই ৩ অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন করেনি সিবিআই| পরিণামে জেল হেফাজত হল তাদের| তবে আগের দিনের মতোই মূলত সন্দীপ ঘোষকে আদালতে পেশ করার সময় তমুল হইচই বাধে| ওঠে চোর চোর ধ্বনি| আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময়ও তৈরি হয় একই পরিস্থিতি| বরং তা আরও তীব্র আকার ধারণ করে| সন্দীপ ঘোষকে নিশানা করে চপ্পল ছোড়া হয়| ফাঁসির দাবি ওঠে| পরে বিচারক উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে| শেষমেশ অভিযুক্তদের পুলিশ ভ্যানে তুলে রওনা হতে সমর্থ হয় পুলিশ|

অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রোফেসর, হাউস স্টাফ সহ ৫১ জনের বিরুদ্ধে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে হুমকি সংস্কৃতি আমদানির অভিযোগ| কলেজ হাসপাতালের স্পেশাল কাউন্সিলের মিটিংয়ে এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন| পরীক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার আতঙ্ক ছড়ানো, এমনকী এইচওডিদেরও ভীতিপ্রদর্শন! রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের নিশানায় সন্দীপ ঘনিষ্ঠ ৫১| নাম উঠে এসেছে সৌরভ পাল, আশিস পান্ডে, রোহন কুণ্ড প্রমুখের| অভিযোগের কথা প্রকাশ্যে এসেছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের কার্যালয় থেকে জারি করা সোমবারের নোটিশের সুবাদে| অভিযুক্ত ৫১ জনকে পত্র মারফত যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে| অভিযুক্তদের মধ্যে প্রোফেসর, হাউস স্টাফ ছাড়াও রয়েছেন ২ জন সিনিয়র রেসিডেন্ট, ১ জন রিসার্চ সায়েন্টিস্ট মেডিক্যাল ও বেশ কয়েকজন ইন্টার্ন| ১১ সেপ্টেম্বর, বুধবার, এনকোয়ারি কমিটির মুখোমুখি হতে বলা হয়েছে তাঁদের|

Scroll to Top