কলকাতা : আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার সিবিআইয়ের হাতে| এবার একই অভিযোগের সূত্রে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি ইডির|
শুক্রবার সকাল| ঘড়ির কাঁটায় ৬ টা ৪০ মিনিট| ইডির আধিকারিকরা পৌঁছন সন্দীপ ঘোষের বাড়ির সামনে| কিন্তু তালা বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেননি তাঁরা| শেষ পর্যন্ত ৯টা ১৫ নাগাদ সন্দীপের বাড়ির ভিতরে ঢোকেন তদন্তকারীরা| আরও ৩ জনের বাড়িতে শুক্রবার সকালেই পৌঁছে যায় ইডি| চলে তল্লাশি অভিযান| সন্দীপ ঘোষের পাশাপাশি, হাওড়ার সাঁকরাইলে বিপ্লব সিংহ ও কৌশিক কোলের বাড়িতে তল্লাশি চালানো হয়| তল্লাশি চলে সুভাষগ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও| ইডির তদন্তকারীদের সঙ্গে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের| আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে আগেই গ্রেফতার করেছে সিবিআই| গত সোমবার সন্দীপের পাশাপাশি সিবিআই গ্রেফতার করেছিল চিকিৎসা-সরঞ্জাম ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লব সিংহকেও| কৌশিক কোলে আবার বিপ্লবের সংস্থার হিসাব-রক্ষক| অন্য দিকে, প্রসূন চট্টোপাধ্যায় ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর| সন্দীপ-ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত তিনি|
প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের আবহে ওই হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজেই বদলি করা হয়েছিল সন্দীপকে| যদিও চিকিৎসকদের প্রতিবাদ-বিক্ষোভের জেরে নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি তিনি|