৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

সংঘাত সাময়িক, কর্তব্যে একইরকম নিষ্ঠ চিকিৎসক ও পুলিশ, প্রমাণ মিলল মালদায়

প্রতিবেদক :অভিষেক সিংহ

 কলকাতা : আরজি কর হাসপাতালে চিকিৎসক-তরুণীর নির্মম, নারকীয় হত্যাকাণ্ডকে সামনে রেখে টালমাটাল পরিস্থিতি| ঘটনার পর থেকে দিন যত গড়িয়েছে, ততই পারস্পরিক দ্বন্দ্ব তীব্র হয়েছে সমাজের দুই গুরুত্বপূর্ণ পেশার মানুষের মধ্যে| কার্যত সম্মুখসমরে চিকিৎসক ও পুলিশ| বাগযুদ্ধ থেকে ধরনা-অবস্থান, সব ক্ষেত্রেই যুযুধান ২ শিবিরে বিভক্ত হয়ে পড়েছে দুই জরুরি জীবিকা| লালবাজারে প্রখ্যাত ডাক্তারবাবুদের তলব কিংবা জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, সংঘাত বেড়েছে বই কমেনি| প্রশ্ন হল, এমন সাংঘর্ষিক আবহের কতটা প্রভাব পড়ছে পরিষেবায়, বিশেষত কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলিতে?
অন্ধকারের দৃষ্টান্ত তো অনেক দেখা গেল| এবার এই প্রসঙ্গে, আসুন, খানিক আলোর হদিশ দেওয়া যাক| চলে যাই, চলুন, মহানগর থেকে দূরে, উত্তরে, মালদায়|
এলাকা হবিবপুর ব্লকের আইহো| সারা রাজ্যেই কর্মবিরতির মধ্যে চিকিৎসা পরিষেবা সচল রাখার সদিচ্ছায় অভয়া ক্লিনিক চালু করেছেন জুনিয়র ডাক্তাররা| আইহোর বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে তেমনই অভয়া ক্লিনিকের আয়োজন করল মালদা মেডিক্যাল কলেজ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম| দিনভর গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা দিলেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের ৫০ জনেরও বেশি সিনিয়র ও জুনিয়র চিকিৎসক| রোগীদের ভিড় জমল প্রভূত| তাঁরা হাতে পেলেন প্রেসক্রিপশন ও ওষুধ| অভয়া ক্লিনিকের পাশে আবার ছিল স্বাস্থ্য শিবিরও|

এ তো গেল চিকিৎসকদের কথা| এবার আসি পুলিশের ভমিকায়| একই জেলায়, অর্থাৎ মালদায়, ভূতনি থানায় যাওয়া যাক তাহলে| অবশ্য সত্যি-সত্যি সেখানে পৌঁঁছনো বিরাট ঝক্কির ব্যাপার| কেননা, প্লাবনের জেরে পুরো এলাকাই জলমগ্ন| তবু যদি কোনওরকমে পৌঁছে যাওয়া যায়, দেখা যাবে, পুলিশ থানায় গাড়িটাড়ি কিছ নেই| আছে নৌকা| তাতে চেপেই এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ| কখনও আবার নৌকাও জুটছে না| তখন বুক-সমান জল ঠেলে পুলিশকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সামলাচ্ছেন|

এই হল একই জেলার দুই এলাকায় সমাজের দুই বিশেষ পেশার মানুষের দৃঢ়-প্রতিজ্ঞ কর্তব্যনিষ্ঠার ছবি| একের লক্ষ্য জনস্বাস্থ্য| অন্যের দায়িত্ব জনসুরক্ষার| দুই জীবিকাতেই নিখাদ শ্রমের এই দৃষ্টান্ত এমন অন্ধকালে আমাদের আলোর সন্ধান দিচ্ছে নিশ্চয়ই| আরজি কর হাসপাতালের ঘটনাকে ঘিরে চিকিৎসক মহল ও পুলিশ বাহিনীর দ্বন্দ্ব একদিন নিশ্চয়ই কেটে যাবে| অপরাধীরা শাস্তি পাবে| প্রতিষ্ঠিত হবে সুবিচার, সুশাসন ও ন্যায়| আমরা তাই বিশ্বাস করি| আমরা এও বিশ্বাস করি যে, কলকাতার আরজি কর-লালবাজার দ্বন্দ্ব নয়, মালদার আইহো-ভূতনির সেবাব্রতই হয়ে উঠবে এই বাংলার সামগ্রিক ছবি| সমুজ্জ্বল ছবি|

Scroll to Top