২৪ অগ্রহায়ণ ১৪৩২ বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২ বুধবার ১০ ডিসেম্বর ২০২৫

আগের চিঠিতে ‘গুরুত্ব দেওয়া হয়নি’, ফের ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

High News Digital Desk:

কলকাতা : ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| গত ২২আগস্ট ধর্ষণ রোধে কঠোর আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা| কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী সেই চিঠির কোনও জবাব দেননি| নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে একটি উত্তর দেওয়া হলেও, তা দায়সারা| দাবি মমতার| তাই ফের চিঠি| শুক্রবারের চিঠির শুরুতেই সেকথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে লেখা আমার চিঠির কোনও জবাব এখনও পর্যন্ত আসেনি|’ তিনি লিখেছেন, ‘যদিও নারী ও শিশুকল্যাণ মন্ত্রীর তরফে একটি উত্তর এসেছে, তবে তা আমার চিঠিতে উল্লেখিত বিষয়টির গভীরতাকে ছুঁতেই পারেনি| আমার মনে হচ্ছে যে, বিষয়টির গুরুত্ব ও বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা ওই গতানুগতিক জবাবি চিঠিতে পর্যাপ্ত প্রণিধান পায়নি|’ ফাস্ট ট্র‌্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে যাতে ধর্ষণের মামলায় দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায়, সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে পাঠানো প্রথম চিঠিতে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী|

শুক্রবারের চিঠিতে মমতা উল্লেখ করেছেন, নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে একটি জবাব দেওয়া হলেও তাতে বিষয়টির গভীরতাকে গুরুত্ব দেওয়া হয়নি| সমাজে এই ইস্যুর গুরুত্ব কতটা তাতে আলোকপাত করা হয়নি ওই জবাবে| উপর উপর একটা দায়সারা জবাব দেওয়া হয়েছে| তার পাশাপাশি, ধর্ষণ ও যৌন নির্যাতনের বিচার পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রথম চিঠিতে যে বিষয়গুলি জানানো হয়েছিল, নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রত্যুত্তরে সে প্রসঙ্গের কোনও উল্লেখ নেই বলে প্রধানমন্ত্রীকে লেখা দ্বিতীয় চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী|

Scroll to Top