৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

ধর্মঘটের মধ্যেই বিজেপির পরবর্তী কর্মসূচি ঘোষণা করলেন সুকান্ত মজুমদার

High News Digital Desk:

কলকাতা : বিজেপির অভিযোগ, শাসক দল তৃণমূলের হয়ে কাজ করছে রাজ্য মহিলা কমিশন। তাই ৩০ আগস্ট বিজেপি মহিলা মোর্চার ডাকে রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ে তালা ঝোলানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এছাড়া ২ সেপ্টেম্বর জেলায় জেলায় সরকারি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে বিজেপি। আগামী মাসের ৪ তারিখ প্রতিটি ব্লকে অবস্থান বিক্ষোভ। ৬ তারিখ জেলায় জেলায় ‘চাক্কা জ্যাম’।

বুধবার বেলা ১১টা নাগাদ বাগুইহাটিতে বনধের সমর্থনে মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী নেত্রী দেবশ্রী চৌধুরী সহ অন্যান্যরা। কিছুদূর এগোতে মিছিল আটকায় পুলিশ। সেখানেই বিজেপির আগামী দিনের কর্মসূচি জানিয়ে দেন সুকান্ত।

Scroll to Top